Grammar Masterclass
Punctuation শেখার জন্য শিক্ষার্থীকে বিভিন্ন punctuation marks-এর সঠিক ব্যবহার জানতে হবে। যেমন comma (,), full stop (.), question mark (?), exclamation mark (!), colon (:), semicolon (;) বাক্যের অর্থ স্পষ্ট করে এবং পড়ার সময় pauses নির্দেশ করে। নিয়মিত sentence-writing practice করলে punctuation সঠিকভাবে ব্যবহার করা সহজ হয় এবং লেখার clarity বৃদ্ধি পায়।